অভিনেত্রী থেকে জননেত্রী হওয়া জয়ললিতার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য হিসেবে কঙ্গনা রানাউত শেয়ার করেছে বেশ কিছু ছবি। তামিল অভিনেত্রী ও রাজনীতিক জয়ললিতার বায়োপিকে অভিনয় করছেন কঙ্গনা। ছবিতে দেখা যাচ্ছে সাদা শাড়িতে কঙ্গনাকে। ‘থালাইভি’র এই নতুন ছবি সাড়া ফেলেছে গোটা নেটদুনিয়াতে। অভিনেত্রী শেয়ার করবার পরই হ্যাশট্যাগ ‘থালাইভি’ লিখে বিভিন্ন বার্তা শেয়ার করছে নেটদুনিয়ার মানুষ। টুইটার ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে হ্যাশট্যাগ ‘থালাইভি’।