কৃষক আন্দোলনকে সমর্থন করে মঙ্গলবার রাতে ট্যুইট করেন আমেরিকান পপস্টার রিহানা। তিনি বলেন, ‘কেন আমরা কেউ এ বিষয়ে কথা বলছি না?’ রিহানার পাশাপাশি গ্রেটা থানবার্গও কৃষক আন্দোলনকে সমর্থন করে সুর চড়ান। ভারতে যে কৃষক আন্দোলন চলছে, তার পাশে রয়েছেন বলে সমর্থন জানান গ্রেটা। কৃষকদের নিয়ে রিহানা এবং গ্রেটার ট্যুইট প্রকাশ্যে আসার পরই সমাজিক মাধ্যম জুড়ে তার প্রতিবাদ করে হইচই জুড়ে দেন কঙ্গনা রানাউত। নয়া কৃষি আইনের প্রতিবাদ করে রিহানার ট্যুইট সামনে আসার পরপরই কার্যত তেড়ে ওঠেন কঙ্গনা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে রিহানার বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দেন বলিউড অভিনেত্রী। তিনি বলেন, ‘কেউ এ বিষয়ে কথা বলবেন না। ওঁরা কৃষক নন, ওরা সন্ত্রাসবাদী। ভারতবর্ষকে ভেঙে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে, যাতে চিন এ দেশে প্রবেশ করে কবজা করতে পারে। মার্কিন মুলুকে যেমন চিনা কলোনি রয়েছে, ভারতবর্ষকেও সেই একই রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। চুপ করে বসে থাকুন। আপনাদের মতো মানুষদের কাছে আমরা আমাদের দেশে বিক্রি করব না।’