জয়শ্রী, ১ ফেব্রুয়ারি: কমেডিয়ান কপিল শর্মাকে কে না চেনে তাঁর ‘দ্য কপিল শর্মা শো’ র জন্য। আজ তাঁর ঘরে খুশির খবর, দ্বিতীয়বার বাবা হলেন তিনি। ‘নমস্কার, আজ ভোরে আমাদের ঘর আলো করে পুত্র সন্তান এসেছে, ঈশ্বরের আশীর্বাদে মা ও বাচ্ছা দুজনেই ভালো আছে। আপনাদের সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে অনেক ভালোবাসা’ ট্যুইটারের মাধ্যমে কমেডিয়ান স্বয়ং জানালেন।২০১৮ সালে জলন্ধরে বেশ ধুমধাম করেই সাত পাকে বাঁধা পড়েন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা এবং গিনি ছত্রাত। বিয়ের সাত মাসের মাথায় কপিল শর্মা জানান তিনি বাবা হতে চলেছেন এবং অবশেষে ২০২০ ডিসেম্বরে গিনি ছত্রাত জন্ম দেন কন্যা সন্তানের, নাম আনাইরা। তবে দ্বিতীয়বার বাবা হওয়ার কথা কাউকে জানতে না দিলেও করবা চৌথের দিন একটি লাইভ ভিডিওতে গর্ভবতী গিনিকে দেখে অনুরাগীরা কপিল শর্মা ও গিনিকে শুভেচ্ছাবার্তা জানান। আর আজ কপিল শর্মা তাঁর সন্তান আসার খবর অনুরাগীদের সাথে শেয়ার করে নেওয়ার পর অনুরাগীদের সাথে সাথে সুমনা চক্রবর্তী, সাইনা নেওয়ালের মতো তারকারা নবজাতক ও দম্পতিকে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানিয়েছেন।