জীবনের ঠিক-বেঠিকের রেখা একেবারে ঝাপসা করে দিল করণ জোহরের ‘ধর্মাটিক এন্টারটেনমেন্ট’ প্রযোজিত ‘অজীব দাস্তানস’। নেটফ্লিক্স আসন্ন এই নতুন ছবির টিজার মুক্তি পেল। করণ জোহর টুইটারে ‘অজীব দাস্তানস’-এর টিজার শেয়ার করে ক্যাপশনে লেখেন, “কোলাবরেটিভ প্রচেষ্টা, তাও স্বতন্ত্রভাবে পৃথক’। ৫৮ সেকেন্ডের টিজারে ধরা দিল সম্পর্কের সব অনুভূতির চিত্ররূপ। চারটে ছোট গল্প মিলে একটি ফিল্ম। চার ভিন্নধর্মীয় ছোট গল্পের পরিচালনার দায়িত্বে রয়েছেন শশাঙ্ক খৈতান, রাজ মেহতা, নীরজ ঘেওয়ান এবং কায়োজ ইরানি। পরিচালনায় যেমন বৈচিত্র রয়েছে, তেমন গোটা ফিল্মে ধরা পড়েছে অনসম্বল কাস্ট। অভিনয়ে রয়েছেন, ফাতিমা সানা শেখ, জয়দীপ আহলাওয়াট, নুশরত বুরুচা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনায়াত ভর্মা, কঙ্কনা সেন শর্মা, অদিতি রাও হায়দারি, শেফালি শাহ, মানব কৌল এবং টোটা রায়চৌধুরি। ‘অজীব দাস্তানস’-এ রয়েছে ঈর্ষা, অধিকারবোধ, কুসংস্কার এবং টক্সিসিটির মিশেল যা মানবিক সম্পর্কের পরতে পরতে কখনও প্রত্যক্ষ তো কখনও পরোক্ষভাবে ফুটে। আগামী ১৬ এপ্রিল নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে ‘অজীব দাস্তানস’।