বর্তমানে হিমাচল প্রদেশে রয়েছেন সইফ আলি খান। নিজের পরবর্তী সিনেমা ভূত পুলিসের শ্যুটিংয়ের জন্যই হিমাচল প্রদেশের ধরমশালায় রয়েছেন সইফ। দীপাবলিতে সইফের সঙ্গে সময় কাটাতে তাই তৈমুরকে নিয়ে হিমাচলে পাড়ি দিয়েছেন করিনা কাপুর খান। ধরমশালাতেই সইফের সঙ্গে কাটছে করিনার আলোর উৎসব। হিমাচল প্রদেশ থেকেই এবার ভিডিয়ো শেয়ার করেন করিনা। ভূত পুলিসের শ্যুটিংয়ের জন্য বর্তমানে হিমাচল প্রদেশে রয়েছেন অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজরাও। ফলে সইফ, করিনাকে নিয়ে শ্যুটিংয়ের পর হিমাচলের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় অর্জুন কাপুরকেও।