১৩ বছর পূর্ণ করল শাহিদ কাপুর আর করিনা কাপুর খান অভিনীত ছবি ‘জব উই মেট’। শাহিদ-করিনার এখনও অবধি একসঙ্গে অভিনীত সেরা ছবি ‘জব উই মেট’। এই ছবি তাঁদের একটা নতুন পরিচয় দিয়েছিল এই ইন্ডাস্ট্রিতে। দিনটিকে মনে করে শাহিদ কাপুরের সঙ্গে ফিল্মের সেটে তোলা একটি ছবি শেয়ার করলেন করিনা। সঙ্গে রয়েছেন পরিচালক ইমতিয়াজ আলিও। তিনজনে মনিটরে চোখ রেখে মন দিয়ে কিছু একটা দেখছেন। ক্যাপশনে ছবিরই একটা সংলাপ শেয়ার করেছেন করিনা। যার মর্মার্থ এই, কেউ যদি মন থেকে কিছু চায়, সত্যি সত্যিই কিছু চায়, তাহলে তার জীবনে সেটাই হয়।