ওটিটি প্ল্যাটফর্মে এবার আসতে চলেছে বলিউড অভিনেত্রী কারিনা কপূর খান। নতুন রহস্যময় কাহিনী নিয়ে আসছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। পরিচালক সুজয় ঘোষের পরিচালনায় এই ছবির নাম এখনও ঠিক না হলেও জাপানি লেখক কিগো হিগাসিনোর ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’ উপন্যাস থেকে নেওয়া এই ছবিটি। ছবিতে দেখা যাবে জয়দীপ আহলাওয়াত এবং বিজয় বর্মাকেও। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-র মাধ্যমেই নেটফ্লিক্স ছবির কথা ঘোষণা করা হয়।
https://www.instagram.com/tv/CbJgR1To2Xq/?utm_source=ig_web_copy_link