আন্তর্জাতিক নারী দিবসে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন করিনা কাপুর খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সদ্যোজাতর ছবি শেয়ার করলেন বেবো। তবে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ করলেও তার মুখ দেখাননি করিনা। এমনকি তার নামও এখনও জানাননি তিনি। ‘এমন কোনও কাজ নেই, যা মেয়েরা পারে না।’ ছবির সঙ্গে এমনই একটি শক্তিশালী ক্যাপশন যোগ করেছেন করিনা। করিনার সঙ্গে সদ্যোজাতর ছবি দেখে ভালবাসা জানাতে শুরু করেন বলিউডের একের পর এক তারকা। করিশ্মা কাপুর থেকে শুরু করে করিনার ননদ সাবা পতৌদি, পুনম দামানিয়া, অমৃতা অরোরা, নাতাশ পুনাওয়ালা-সহ প্রত্যেকে ভালবাসা জানাতে শুরু করেন অভিনেত্রীকে।
https://www.instagram.com/p/CMJS2zrl5Yb/?utm_source=ig_embed