এবার শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্টের নতুন ছবি ‘ফ্রেডি’-র হিরো হতে চলেছেন কার্তিক আরিয়ান। আর তারই সঙ্গে বলিউডে নতুন জুটি হবেন ক্যাটরিনা কাইফ। সূত্রের খবর, ইতিমধ্যেই ক্যাটরিনার সঙ্গে কথা হয়েছে ছবির নির্মাতাদের। তিনিও কার্তিকের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে রাজি হয়ে গিয়েছেন। কার্তিক আরিয়ান একবার সাক্ষাৎকারে বলেছিলেন যে তাঁর স্বপ্ন ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর সন্তান হবে। অভিনেত্রীর প্রতি তাঁর আকর্ষণ এবং ভালবাসা প্রকাশ করেছিলেন তাঁর বক্তব্যে। যদি এই সিনেমায় ক্যাটরিনা অভিনয় করেন তাহলে তাঁদের দুজনের সিনেমাটিক সন্তানের সম্ভবনা রয়েছে।