শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত অভিনেত্রী কোয়েল মল্লিক। মিতিন মাসির পরের সিরিজের জন্য শ্যুটিং করছিলেন অভিনেত্রী। রবিবার নেপালগঞ্জে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন চোট পান তিনি। পত্রপাঠ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এদিন কোয়েল মল্লিকের ঘনিষ্ঠ সূত্রে খবর, বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাতে ফ্র্যাকচারের কারণে প্লাস্টার হয়েছে বলেই জানা গিয়েছে। আপতত রেস্টে রয়েছেন তিনি। শ্যুটিং কিছুদিন বন্ধ থাকবে বলেই খবর। মিতিন মাসি সিরিজের মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা। কোয়েল আগেই জানিয়েছিলেন, প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে ছবিতে। এদিন সকালে নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাসে অভিনেত্রী খবরটি জানিয়েছ চিকিৎসককে ধন্যবাদও জানান। গত বছরের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’। এবারে শহরেই কালপ্রিটের খোঁজ করবেন কোয়েল। সেই সিরিজেক শ্যুটিংয়ের সময়েই বিপত্তি।