দ্বিতীয়বারের জন্য ছেলের ছবি প্রকাশ্যে আনলেন কোয়েল মল্লিক। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছেলে কবীরের ছবি প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে মায়ের কোলে চড়ে হাসি মুখে পোজ দিতে দেখা যায় ছোট্ট কবীরকে। ছবির ক্যাপশনে কোয়েল লেখেন, ‘সানশাইন’। অর্থাৎ, ছেলেকে সূর্যের আলোর সাথে তুলোনা করেন অভিনেত্রী। ছেলের সঙ্গে কোয়েলকে দেখে অভিনেত্রীর ভক্তরা তাঁদের ভালবাসায় ভরিয়ে দেন। অনুরাগীদের পাশাপাশি শুভশ্রী, ঐন্দ্রিলা সেনরাও ভালবাসা জানান কোয়েল-কবীরকে।