চতুর্থ বছরে পা দিল লস অ্যাঞ্জেলসের চলচ্চিত্র উৎসব। LA Utsov Film Festival, আমেরিকায় চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রতীক্ষিত এবং মর্যাদাপূর্ণ একটি মঞ্চ। LA Utsov-এর আহ্বায়ক বাবলি চক্রবর্তীর প্রচেষ্টায় এই উৎসব মার্কিনি মাটিতে বিশেষ জায়গা করে নিয়েছে। বাংলার সৃষ্টি, কৃষ্টি, শিল্প, সংস্কৃতির এক অনাবিল মিলনমেলা। বিদেশের মাটিতে বাংলার ছোঁয়া পেতেই এই উৎসবের আয়োজন। আবারও কিছু অসাধারণ বাংলা ছবির সমাহার নিয়ে হাজির হবে এই উৎসব। এবারের আয়োজনে থাকছে চারটি বিশেষ বাংলা ছবি। ‘দাবাড়ু’, ‘এটা আমাদের গল্প’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘অভিযান’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, প্রখ্যাত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, বিশিষ্ট সমাজকর্মী ও সঙ্গীতশিল্পী পিয়া চক্রবর্তী এবং স্বনামধন্য শিল্প নির্দেশক অমিত চট্টোপাধ্যায়। ১৩ জুলাই দেখানো হবে এই চারটি ছবি। ‘ডিপ ফ্রিজ’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই উৎসবেই। ১৪ জুলাই থাকছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ও পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’।