মুক্তি পেল ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র ট্রেলার

মুক্তি পেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ট্রেলার। ট্রেলার লঞ্চে হাজির ছিলেন পরিচালক সহ ছবির অন্যতম প্রযোজক রানা সরকার।  এছাড়া ছিলেন পর্দার বিনোদিনী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পর্দার গৌরাঙ্গ ওরফে দিব্যজ্যোতি দত্ত, ঈশা, আরাত্রিকা, দেবদূত অন্যদিকে গায়ক কবির সুমন, বাসবদত্তা, পদ্ম পলাশ সহ একঝাঁক তারকা। সারি সারি দাঁড়িয়ে নৌকা আর তার একটিতে দাঁড়িয়ে আপন খেয়ালে বাঁশি বাজিয়ে চলেছেন গৌরাঙ্গ। কখনও এক এক ঝলকে দেখা গেল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ের পর গৃহপ্রবেশের দৃশ্য।‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ট্রেলার শুরু হচ্ছে ঠিক এভাবেই। নিমাই সন্ন্যাসীর জীবনের নানা প্রতিচ্ছবি, কখনো বিনোদিনীর শ্রী চৈতন্যলীলার দৃশ্য, কখনও গিরিশ ঘোষের চরিত্রে ব্রাত্য বসু, আবার নিত্যানন্দ গোসাই চরিত্রে যিশু সেনগুপ্ত। ট্রেলার যতই এগোতে থাকে ততই ছবির রঙ আরও গাঢ় হয়, মিশতে থাকে বিষাদের সুর আর অন্তর্ধান রহস্যের জটিলতা। উনবিংশ শতক থেকে বিংশ শতকের বর্তমান সময়কাল পর্যন্ত প্রায় ৫০০ বছরের ব্যবধানে ৩টি প্রেক্ষাপটের ৩টি গল্পকে এক সুতোয় গেঁথেছেন পরিচালক। ২৫ ডিসেম্বর বড় পর্দায় আসতে চলেছে ‘লহ গৌরাঙ্গের নাম রে।’