পুজোর আগেই অক্ষয় কুমারের নতুন ছবির ট্রেলার। মহালয়ার আগেই নিজের আগামী ছবি ‘লক্ষ্মী বম্ব’ মুক্তির ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। এবার মুক্তির অপেক্ষা ছবির ট্রেলারের। ট্রেলার নিয়েই অক্ষয়ের ফ্যানেদের উন্মাদনা তুঙ্গে। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে অক্ষয় ও কিয়ারা আডবানী অভিনীত এই ছবিটি। তার আগে ৯ অক্টোবর, ২০২০-তেই দর্শকেরা পাবেন ছবির ঝলক। ছবির প্রথম লুক প্রকাশ্যে আসা থেকেই উন্মাদনার ঝড় উঠেছিল অনুরাগী মহলে। সদ্য মুক্তিপ্রাপ্ত টিজারে দেখা গিয়েছে, নিজের পুরুষালি লুকস থেকে ধীরে ধীরে একজন রূপান্তরকামীর চরিত্রে পরিণত হয়ে যাচ্ছেন তারকা। নেপথ্যে শোনা গিয়েছে, ‘আজ থেকে তোমার নাম আর লক্ষণ নয়, এখন থেকে তুমি লক্ষ্মী।’ এ ছাড়াও অভিনেতার কপালে এক গোলাকৃতি গভীর ক্ষত এবং সেখান থেকে রক্ত ঝরে পড়তে দেখা গিয়েছে। টিজার শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘এই দীপাবলিতে আপনাদের ঘরে শুধু লক্ষ্মী নন, একটি বোমাও আসতে চলেছে।’ আজ থেকেই অক্ষয়ের ‘লক্ষ্মী বম্ব’ ট্রেন্ডিংয়ে চলে এসেছে। নিজেই সোশ্যাল মিডিয়ায় ট্রেলার মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন খিলাড়ি কুমার। কমেডি-হরর এই ছবির ট্রেলার মুক্তি পাবে শুক্রবার। এই প্রথম স্ক্রিনে একজন রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। একটি বোমা ও তার সলতেয় আগুনের ছবি দিয়ে অক্ষয়ের পোস্ট, ‘হাসবে, ভয় পাবে এবং নিজের বাড়িতে সবার সঙ্গে বসে সবচেয়ে বড় বিস্ফোরণ দেখবে।’ হ্যাশট্যাগে রাখা হয়েছে লক্ষ্মী বম্ব ট্রেলার মুক্তি কাল।