এবার এক পর্দায় হাজির হতে চলেছেন ববি দেওল, ভিক্রান্ত ম্যাসি ও সান্য মালহোত্রা। ছবির নাম ‘লাভ হস্টেল’। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে এই তিন তারকাকে। উত্তর ভারতের পটভূমির উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে ‘লাভ হস্টেল’। এক দম্পতির অস্থির যাত্রাকে কেন্দ্র তৈরি হতে চলেছে ছবিটি। নিজেদের জীবন কীভাবে সুন্দর করে কাটাতে করতে পারে সেই খোঁজেই দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তারা। এটি একটি ক্রাইম থ্রিলার। ছবিটি পরিচালনা করবেন শংকর রমন। কোরিওগ্রাফির জন্য জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। এর আগে ‘গুরগাঁও’-এর মতো ছবিও তিনি পরিচালনা করেছিলেন। ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, “আমি সবসময়ই হৃদয় ও মনের প্রশ্নে আগ্রহী ছিলাম। তবে প্রশ্ন যাই হোক না কেন, হিংসা কখনওই তার উত্তর হতে পারে না। ভিক্রান্ত ও সান্য এই ছবির জন্য একেবারে সঠিক। আর তার সঙ্গে যোগ দিয়েছেন ববি দেওল।” আগামী বছর শুরু হবে ছবির শুটিং। আর সব ঠিক থাকলে ২০২১-এই মুক্তি পাবে ছবিটি। যৌথভাবে এই ছবির প্রযোজনা করবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও দৃশ্যম ফিল্মস।