প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক সূর্য প্রকাশ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে দক্ষিণী ইন্ডাস্টিতে৷ ২৭ মে সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তামিল পরিচালক সূর্য প্রকাশ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর৷ পরিচালকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তামিল ইন্ডাস্ট্রি৷ দক্ষিণী তারকারা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ ‘মানিককাম’ ছবি দিয়ে পরিচালক হিসেবে হাতেখড়ি সূর্যপ্রকাশে৷ তারপর একের পর এক ছবিতে তিনি তাঁর অবদান রেখেছেন৷ একাধিক ব্লকবাস্টার ছবি ‘মায়ি’, ‘মানিককাম’, ‘দিওয়ান’-সহ একাধিক চলচ্চিত্রের জন্য তিনি পরিচিত ছিলেন৷ দক্ষিণী পরিচালকের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন অনুরাগীরা৷ এবং পরিচালকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷