আগের বছর থেকেই ‘যুগ যুগ জিও’-র শুটিং শুরু করেছিলেন পরিচালক রাজ মেহেতা। কিন্তু করোনার তান্ডবের কারণে কিছুতেই শুটিং শেষ করতে পারছেন না। বরুণ ধাওয়ান এবং কিয়ারা আডবাণীকে নিয়ে আগের বছরেই শুটিং শুরু করে দিয়েছিলেন তিনি। প্রথম দফার শুটিংয়ের সময়েও করোনা বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। চণ্ডীগড়ে শুটিং চলাকালীন বরুণ ধাওয়ান, নীতু কাপুর এবং পরিচালক নিজে করোনায় আক্রান্ত হন। স্বাভাবিকভাবে বন্ধ করে দিতে হয় শুটিং। প্রায় ২০দিন শুটিং বন্ধ ছিল। তারপর কোনভাবে প্রথম দফার শুটিং শেষ করতে পেরেছিলেন পরিচালক। সারা দেশে করোনা পরিস্থিতি বেশ আশঙ্কাজনক। এই অবস্থায় শুটিং করা বেশ সমস্যাজনক। তাই বাধ্য হয়ে দ্বিতীয় দফার শুটিংও আপাতত বন্ধ করে দিতে হল পরিচালককে। পরিচালক রাজ মেহেতা জানিয়েছেন এই এপ্রিলের শেষ থেকে দ্বিতীয় দফার শুটিং শুরু করার পরিকল্পনা করেছিলেন। সেই মত অভিনেতারা ডেটসও দিয়েছিলেন। প্রায় ৬০ শতাংশ কাজ এখনও বাকি। কিন্তু করোনা পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে দেশের অনেক জায়গায় কার্ফু জারি করা হয়েছে। মুম্বইতেও চলছে কার্ফু। হু হু করে বাড়ছে করোনা-সংক্রমণ। এই অবস্থায় শুটিং শুরু করা প্রায় অসম্ভব। পরিচালক জানিয়েছেন পরিস্থিতি একটু ঠিক হলে তিনি শুটিং শুরু করার কথা ভাববেন।