কোভিডের টিকা নিলেন মালাইকা অরোরা। মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে টিকা নেন তিনি। টিকা নেওয়ার ছবি পোস্ট করে মালাইকা লেখেন, “কোভিডের টিকার প্রথম ডোজ নিলাম। এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া যাক। আপনার টিকার ডোজ নিতেও ভুলবেন না।” টিকা নেওয়ার ক্ষেত্রে তিনি যে ‘এলিজিবল’ সে কথা জানাতেও ভুললেন না তিনি। পাশাপাশি কোভিড যুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য ভূয়সী প্রশংসা তাঁর। নিজেদের জীবন বিপন্ন করেও যেভাবে হাসিমুখে তাঁরা কাজ করে চলেছেন তা দেখে আপ্লুত মালাইকা।
https://www.instagram.com/p/CNJw6l7hQC-/?utm_source=ig_web_copy_link