৪৭-এও নিজেকে যথেষ্ট ফিট রেখেছেন মালাইকা অরোরা। নিজের শরীরী আকর্ষণে অনায়াসে অনেকের হুশ উড়িয়ে দিতে পারেন বলিউডের এই নায়িকা। তেমনই এক ছবি দিয়ে নেটপাড়ায় ঝড় তুলে দিয়েছেন মালাইকা। সর্বাঙ্গাসন করে একটি ছবি পোস্ট করেন তিনি। নীল রঙের পোশাক পরে সর্বাঙ্গাসন শুরু করেন মালাইকা। কীভাবে ওই আসন করবেন, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই বিবরণও দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি নিজের ওই সর্বাঙ্গাসনকে ‘মালাইকাস মুভ অফ দ্য উইক’ বলেও বর্ণনা করে নায়িকা। সর্বাঙ্গাসনে মালাইকা কীভাবে নিজেকে মেলে ধরেছেন, ছবি থেকেই পাওয়া যায় সেই আভাস।