জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হল মালায়লম অভিনেতা অনিল নেদুমাঙ্গাদের। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে পা হড়কে যায় অনিল নেদুমাঙ্গাদের। এরপরই স্রোতের তোড়ে ভেসে যান ওই অভিনেতা। মাত্র ৪৮ বছর বয়স হয়েছিল তাঁর। দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় এই অভিনেতা তাঁর পরবর্তী ছবি জজু জর্জের শ্যুটিং করছিলেন। ওই শ্যুটিংয়ের মাঝেই বিরতি নিয়ে মালাঙ্কারা বাধে স্নান করতে নামেন অনিল নেদুমাঙ্গাদ। ওই সময়ই ঘটে যায় দুর্ঘটনা। আয়াপ্পানুম কোশিয়াম, কামাত্তিপাদাম, পাভাদা-সহ একাধিক ছবিতে অভিনয় করেন অনিল নেদুমাঙ্গাদ। ২০১৪ সালে অভিনয় জগতে পা রাখেন অনিল নেদুমাঙ্গাদ। অভিনয় জগতে পা রাখার পর থেকে টেলিভিশন দুনিয়ায় দাপট নিয়ে অভিনয় করতে দেখা যায় অনিল নেদুমাঙ্গাদকে। টেলিভিশনের পাশাপাশি তিনি সিনেমা জগতেও পা রাখেন। জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে কার্যত শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী সিনেমা জগতে। মালায়ম জগতের একাধিক অভিনেতা শোক প্রকাশ করেন নেদুমাঙ্গাদের মৃত্যুতে। ট্যুইটার, ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক মাধ্যম জুড়ে শোক প্রকাশ করতে শুরু করেন অভিনেতারা।