দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু রেমো ডিসুজার আরোগ্য কামনা করে টুইট করলেন মনোজ বাজপেয়ি। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি রেমো ডিসুজা। তাঁর এই অসুস্থতায় খুবই বিব্রত বলিউড। কমবেশি সবাই রেমোর আরোগ্য কামনা করেছেন। মনোজ বাজপেয়িও মেনে নিতে পারছেন না সহকর্মীর অসুস্থতা। টুইটারে মনোজ টুইট করেছেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এস। আমাদের কিছু দারুণ মুভ তৈরি করে দেখাও রেমো। তুমি তো চ্যাম্পিয়ন।”