সম্প্রতি গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়ের অভিযোগে এফআইআর দায়ের করা হয় মিলিন্দ সোমনের বিরুদ্ধে। মিলিন্দে কেন নগ্ন হয়ে সৈকতে প্রকাশ্যে দৌড়ন, তা নিয়ে দায়ের করা হয় অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে মিলিন্দ প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এরই মধ্যে স্ত্রী অঙ্কিতা কোনওয়ারকে সঙ্গে নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দিলেন ভারতের সুপারমডেল মিলিন্দ সোমন। নিউ ইয়র্কে গিয়ে সেখান থেকে ভিডিয়ো শেয়ার করলেন অঙ্কিতা। যেখানে ইয়টে চড়ে মিলিন্দের সঙ্গে একান্তে সময় কাটালেন অঙ্কিতা। শুধু তাই নয়, জলের পাশে দাঁড়িয়ে অঙ্কিতার মাথায় চুম্বন করতে দেখা যায় মিলিন্দকে।