একসঙ্গে থাকার সাতটা বছর পেরিয়ে গেলেন মিলিন্দ সোমান এবং অঙ্কিতা কোনার। সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতার সঙ্গে ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করে স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন মিলিন্দ। ছবিতে দেখা যাচ্ছে অঙ্কিতার বাহুবন্ধনে রয়েছেন মিলিন্দ। ক্যাপশনে মডেল তথা অভিনেতা লিখেছেন, ‘সাত বছর ধরে প্রায় গোটা পৃথিবী ঘুরেছি। সমুদ্রের গহীনে গিয়েছি। পাহাড় চড়েছি একসঙ্গে। বহু দেশ দৌড়েছি। জঙ্গল আবিষ্কার করেছি নতুন ভাবে। দেখেছি মরুভূমি, আগ্নেয়গিরি, কিন্তু এখনও আমার প্রিয় জায়গা এটাই। তোমার বাহুবন্ধনে ঘুমিয়েই সব থেকে বেশি শান্তি পাই… বিবাহবার্ষিকী যা শেষ হওয়ার নয়…।’ শুক্রবারই নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মিলিন্দকে শুভেচ্ছা জানিয়েছিলেন অঙ্কিতা। তিনি লিখেছিলেন, ‘সাত বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও মনে হয়, শুধুমাত্র একটা মুহূর্ত। আশা করি এমন মুহূর্ত সব সময়ই পাব আমরা। অনেক ধন্যবাদ আমার ভালবাসা…।’
https://www.instagram.com/p/CLyolxeHSJ2/?utm_source=ig_embed
https://www.instagram.com/p/CLwIrnsFFr2/?utm_source=ig_web_copy_link