চলতি সপ্তাহেই মিমি-র চিকুর ক্যানসারের চিকিৎসা শুরু হবে

পোষ্য কুকুর চিকুর ক্যানসারের চিকিৎসার কারণে চেন্নাই গিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। এই সপ্তাহেই চিকুর চিকিৎসা শুরু হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানিয়েছেন মিমি। চিকুর সঙ্গে নিজের তিনটি ছবি শেয়ার করেছেন মিমি। ক্যাপশনে যেন চিকুর বয়ানে লিখেছেন, ‘আমি বাড়িতে মায়ের কাছে ফিরেছি। এই সপ্তাহেই আমার চিকিৎসা শুরু হবে।’ কিছুদিন আগেই মিমি জানিয়েছিলেন যে আট বছরের চিকু ক্যানসারে আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় মিমি লেখেন, “আমি ছিন্নভিন্ন, আমি বিধ্বস্ত। আমি নিঃশ্বাস নিতে পারছি না এটা লেখার সময়। আমাকে এই লড়াইটা লড়তেই হবে।” চিকুর আরোগ্য কামনায় টলিউডে মিমির বহু সতীর্থ সোশ্যাল পোস্টে কমেন্ট করেন। পোষ্য প্রেমী বহু তারকা মিমির সঙ্গে ব্যক্তিগত স্তরেও যোগাযোগ করেছিলেন। আপাতত চিকুর সুস্থ হওয়ার অপেক্ষা।

M back home to mommy.My treatments are starting this week..

Posted by Mimi Chakraborty on Sunday, 7 March 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *