বনগাঁয় অনুষ্ঠানে গিয়ে মিমি চক্রবর্তীর হেনস্থার ঘটনার অভিযোগে তিন দিন পর তনয় শাস্ত্রীকে বাড়ি থেকে আটক করল বনগাঁ থানার পুলিশ। আর সেই ঘটনাকে ঘিরেই রীতিমতো ধস্তাধস্তিতে উত্তাল হয়ে উঠল সীমান্ত শহর। রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জে যুবক সংঘের পরিচালনায় আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানে অংশ নিতে এসে এই হেনস্তার অভিযোগ তোলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিযোগ, রাত ১২টা বেজে যাওয়ায় অনুষ্ঠান চলাকালীন তন্ময় শাস্ত্রী নামে এক ব্যক্তি স্টেজে উঠে মিমির গান বন্ধ করে দেন। এরপর তাঁকে স্টেজ থেকে নেমে যেতে বলেন। অভিনেত্রী ও প্রাক্তন সাংসদের করা অভিযোগের তদন্তেই তনয় শাস্ত্রীকে আটক করতে এদিন বনগাঁ থানার পুলিশ পৌঁছয় তাঁর বাড়িতে। সেই সময় তাঁর অনুগামী ও স্থানীয় মানুষ পুলিশের পথ আটকায়। তাদের অভিযোগ, অভিনেত্রী মিমি চক্রবর্তীকে কোনও ধরনের হেনস্থা করা হয়নি। রাত ১০টার বদলে রাত ১১টা ৫০মিনিটে আসেন। যেহেতু পুলিশ পারমিশন রাত ১২টা পর্যন্ত ছিল। তাই তাঁকে রাত ১২টা ০৫মিনিটে নাগাদ সসম্মানেই অনুষ্ঠান শেষ করার কথা বলা হয়েছে। তাঁদের পাল্টা দাবি, অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরা ওই অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ ও উৎসাহীদের রীতিমতো ধাক্কাধাক্কি করেছেন। তবে এদিন তনয় শাস্ত্রীকে পুলিশ নিয়ে যাওয়ার সময় কাজে বাধা দিলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।