ছোটো থেকে জলপাইগুড়িতে বড় হয়েছেন আজকের সাংসদ এবং টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিন্তু, কাজের জন্য কলকাতায় থাকেন তিনি। তবে সময় পেলেই শিকড়ের টানে চলে যান জলপাইগুড়িতে। বর্তমানে জলপাইগুড়ির নিজের বাড়িতে রয়েছেন মিমি। তবে কয়েকদিন বাড়িতে থাকার পরই ঘুরতে বেড়িয়ে পড়েছেন সাংসদ অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে সেই মুহূর্তের ছবি শেয়ার করলেন অভিনেত্রী। কালীপুজোর আগেই জলপাইগুড়ি যান মিমি। আর বাড়িতে যাওয়ার পর থেকে একের পর এক ছবি ও ভিডিয়ো পোস্ট করতে দেখা গিয়েছিল তাঁকে। কখনও বাড়ির সামনে থাকা বাগানের ছবি তুলেছিলেন, আবার কখনও স্কুলে তৈরি করা ফুলদানির ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন। আর কয়েকটা দিন বাড়িতে কাটানোর পর সম্প্রতি ঘুরতে বেরিয়ে পড়েছিলেন মিমি। ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে জঙ্গলের মাঝখান দিয়ে চলে গিয়েছে পিচের রাস্তা। আর সেই রাস্তার দু’পাশে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বড় বড় গাছ। গাছের ফাঁক দিয়ে রাস্তার উপর এসে পড়েছে মিঠে রোদ। আর সেই রাস্তার উপর হাত রেখে নিশ্চিন্তে বসে রয়েছেন অভিনেত্রী। আশপাশে ধু ধু করছে রাস্তা। যেন প্রকৃতির কোলে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছেন তিনি। এরপর মূর্তি নদীতেও ঘুরতে যান মিমি। আর মূর্তির নদীর চড়ে বসে জলে পা ডুবিয়ে বেশ কিছুটা সময় কাটান। এরপর নুড়ির উপর দিয়ে জলের মধ্যে হাঁটতেও দেখা গিয়েছে তাঁকে। মিমির পরনে ছিল হালকা বেগুনি পুলওভার এবং নীল-সাদা প্যান্ট। পায়ে সাদা স্নিকার্স। নদীর তীরে পড়ন্ত সূর্যের রোদ গায়ে মাখেন তিনি। আর এভাবেই বাড়ি ফেরার আনন্দে ফুটে উঠল তাঁর চোখে-মুখে।