‘দিদির দূত’-এর প্রচারে সাংসদ, অভিনেত্রী মিমি ও নুসরত

‘দিদিকে বলো’র পর জনসংযোগ বাড়াতে এবার ‘দিদির দূত’ অ্যাপ নিয়ে এল শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই অ্যাপের প্রচারে নেমেছেন দুই সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। ‘দিদির দূত’ অ্যাপ’টির প্রচারে বিশেষ উদ্যোগ নিয়েছেন নুসরত জাহান। নুসরত টুইটারে লিখেছেন, ”দিদির সঙ্গে যোগাযোগ করতে চান? দিদির ভাবমূর্তির বার্তাবাহক হতে চান? তাহলে আপনি আরও একধাপ এগিয়ে এসেছেন। আজই প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন।” সঙ্গে অ্যাপের লিঙ্ক দিয়েছেন নুসরত। ‘দিদির দূত’ অ্যাপ নিয়ে টুইটারে একটি পোস্ট করেন মিমি চক্রবর্তী। তিনি লিখেছেন, ”এটা হল এক ধরনের মোবাইল অ্যাপ, যেটা কিনা পশ্চিমবঙ্গের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনে সাহায্য করবে। আপনারা এই লিঙ্কে ক্লিক করে এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তাতে জনগণের জন্য দিদির নেওয়া উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।”। সঙ্গে অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছেন মিমিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *