বাংলা চলচ্চিত্রে প্রথমবার জুটি বাঁধতে চলেছে মিমি-সোমরাজ। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবার বিয়ে করছেন বলে জল্পনা তৈরি হয়েছে নেটদুনিয়ায়, তবে সেই খবরটা কি সত্যি? হ্যাঁ বিয়ে করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী কিন্তু সেটা বাস্তব জীবনে নয় রিল লাইভে। আসতে চলেছে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকির পরবর্তী ছবি ‘পলাশের বিয়ে’। ছবির শুটিং আগামী এপ্রিল মাস থেকেই শুরু হওয়ার কথা। একই পর্দায় বাংলা ধারাবাহিকের জনপ্রিয় চেনা মুখ সোমরাজের সাথে জুটি বেঁধে কাজ করতে চলেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবিটির চিত্রনাট্য ও গল্প লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির শুটিং-এর বেশির ভাগ অংশই হবে উত্তর কলকাতায়। পরিচালক পিবি চাকিকে দেখা গেছে সোহম-শুভশ্রী অভিনীত ‘হানিমুন’ ছবির পরিচালনায়। তাঁর পরিচালিত ছবি ‘লাভ ম্যারেজ’, ও ‘পাকা দেখা’ যা খুব শীঘ্রই মুক্তির পাবে।