আর মাত্র ৮ দিন পরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের কার্ডের ছবি প্রকাশ্যে আনলেন কনে তৃণা। যা চোখে পড়ার পর থেকেই জনপ্রিয় এই জুটির অনুরাগীরা খুশি হয়ে যান। নীল-তৃণার বিয়ে নিয়ে ইতিমধ্যেই টেলি টাউনে জোর চর্চা শুরু হয়েছে। এদিকে নীল, তৃণার বিয়ের কার্ডের ছবি নিয়ে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি তাঁদের আইবুড়োভাত খাওয়ার নতুন ছবিও উঠে আসে সামাজিক মাধ্যমে। নয়া এই আইবুড়োভাতের ছবিতে নীল, তৃণার জন্য এলাহি খাবারের আয়োজন করা হয়। দুজনে একসঙ্গে বসেই আইবুড়োভাত খান। আইবুড়োভাতের আসরেও যে নীল, তৃণা একে অপরের সঙ্গে জমিয়ে মজা করছেন, তা ছবি থেকেই বেশ স্পষ্ট।
