বিয়ে থেকে রিসেপশন নজর কাড়লেন ‘নেহুপ্রীত’

সবরকম জল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যিই বিয়ে করলেন নেহা কক্কর। পূর্ব নির্ধারিত তারিখ, ২৪ অক্টোবরই ভালবাসার মানুষ রোহনপ্রীতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নেহা। নেহা আর রোহন, দু’জনেই পঞ্জাবী। তাই শিখ রীতি মেনে গুরুদ্বারে সম্পন্ন হয়েছে তাঁদের মূল বিয়ে। এ ছাড়াও হোটেলের বিবাহ মণ্ডপেও সম্পন্ন হয় একাধিক শুভ অনুষ্ঠান। রাত পোশাকে মেহেন্দি, হলুদ পোশাকে হলদি, লাল টুকটুকে লেহেঙ্গায় বিয়ে, আর রিসেপশনে সাদা….নেহার বিয়ের প্রতিটা সাজই ছিল নজরকাড়া। সিঁথি ভর্তি সিঁদুর, হাত ভর্তি চূড়ায় বিয়ের পর আরও সুন্দর লাগছিল তাঁকে দেখতে। তবে সকলে এই কথাটা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন, নেহার মতো ছটফটে, চনমনে, এনার্জিতে ভরপুর, নববধূ খুব কমই দেখা যায়। মন খুলে তিনি নাচছেন, গাইছেন, ফটোসেশন করছেন। অবশ্য রোহনও কম যান না। যা দেখে ভক্তরা বলছেন, নেহুর জন্য রহুই একেবারে পারফেক্ট পাত্র। দিল্লির এক পাঁচতারা হোটেলে বসেছিল তাঁদের বিয়ের আসর। হলদি থেকে মেহন্দি, সঙ্গীত থেকে জয়মালা, সাত ফেরে…সবকিছুর একাধিক নজরকাড়া ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়াল ভরিয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *