নেহা কক্করের সঙ্গে রোহনপ্রীত সিংয়ের বিয়ে নিয়ে যখন জল্পনার শেষ নেই, সেই সময় একের পর এক নতুন ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার উঠে এল নেহা কক্করের সঙ্গে রোহনপ্রীত সিংয়ের বাড়ির লোকের পরিচয়ের প্রথম পর্বের ভিডিয়ো। যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে নেহাকে পরিচয় করিয়ে দেন গায়ক রোহনপ্রীত সিং। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নেহা কক্কর সেই ভিডিয়ো শেয়ার করেন। পাশাপাশি নিজেদের ‘নেহুপ্রীত’ বলেও সম্মোধন করেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা।