নতুন ধারার গল্প নিয়ে আসছে ‘ভালোবাসার রং-রুট’

পেশা যে কোনও লিঙ্গ মানে না, তার আরও এক উদাহরণ তৈরি করতে প্রস্তুত সুশান্ত দাস । ‘ভালোবাসার রং-রুট’-এর নায়িকা রুপাই বাস চালায় । নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে । সংসার চালাতে কাকার কাছ থেকে স্টিয়ারিং হাতে নেয় রুপাই । সে মনে করে ছেলেরা যদি বাস চালাতে পারে মেয়েরা কেন নয় ? ওদিকে, ডাক্তারির পড়া শেষ করতে না পারায় পুরুষ নার্স হয়ে গিয়েছে গল্পের নায়ক রেহান । সে মানুষের সেবা করতে চায় । তাই তার দাবি মেয়েরা সেবা করতে পারলে ছেলেরা কেন নয় ? এই ধারাবাহিক চিরাচরিত প্রথাকে ভাঙতে চাইছে । গল্পের দুই কেন্দ্রীয় চরিত্র রুপাই আর রেহানের নির্ভেজাল প্রেমের গল্পও এই ধারাবাহিকের রসদ । এবার কীভাবে তাদের দেখা হয়, কোনদিকে বয়ে চলে তাদের সম্পর্ক, তা এই সময়ের কলকাতার প্রেক্ষাপটে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে । রেহানের চরিত্রে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, রুপাইয়ের ভূমিকায় মিষ্টি সিংহ রায় ।