নতুন গোয়েন্দার ভূমিকায় আবির চট্টোপাধ্যায়। যদিও এর আগে গয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। ইতিমধ্যে মুক্তি পেয়েছে নতুন ছবি ‘শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে’-র মোশন পোস্টার। ছবিটির প্রযোজনা সংস্থা হল এসভিএফ। ছবিটি পরিচালনা করছেন দেবালয় দেবালয় ভট্টাচার্য্য। ছবিতে দীপক চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আবিরকে। ছবির মোশন পোস্টারের পাশাপাশি প্রকাশ্যে আনা হয়েছে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়-এর প্রথম লুকও।
জানা গেছে, একদম অন্যরকম একটি গল্প নিয়ে আসছে ছবিটি। চরিত্রদের লুক থেকে শুরু করে পুরো ছবির গল্পটিকে এক নতুনত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। বড়পর্দার জন্য এই সিনেমাটি তৈরি করছে হইচই স্টুডিও। অন্যদিকে পরাণ বন্দোপাধ্যায়ের অভিনয় ছবিটিকে একটি অন্য মাত্রা দিয়েছে বলেও জানা গেছে।