ঘোষণা হল নতুন ছবি ‘ডাঙ্কি’ মুক্তির দিন। ‘জাওয়ান’-এর সাংবাদিক সম্মেলন থেকে এই ছবির নাম ঘোষণা করলেন অভিনেতা শাহরুখ খান। চলতি বছর-এর ডিসেম্বর মাসেই মুক্তি পাবে এই ছবিটি। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর সাফল্যের পর এই ছবি নিয়ে বেশ উত্তেজিত দর্শকরা। তবে এই নতুন ছবি ‘ডাঙ্কি’ নিয়ে খুব একটা বেশি কিছু শেয়ার করেননি অভিনেতা। শুধু মুক্তির দিন ও ছবির নাম ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এই বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। বক্স অফিসে সাফল্য লাভ করছিল এই ছবি। দর্শকদের মনেও জায়গা করে নিয়েছিল এই ছবি। এরপর চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পায় ‘জাওয়ান’ ছবিটি। শুধু হিন্দি নয়, তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে ‘জাওয়ান’ ছবিটি। আর এই ‘জাওয়ান’-এর সাফল্যের মাঝেই ‘ডাঙ্কি’ ছবির ঘোষণা করলেন অভিনেতা।