রাজনীতির পাশাপাশি নিজেদের বিভিন্ন ফটোশ্যুট এবং ছবির শ্যুটিং নিয়েও ব্যস্ত থাকছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন ভিডিয়ো শেয়ার করেলন নুসরত। যেখানে নিত্য নতুন টেডি বিয়ারের সঙ্গে খেলতে দেখা যায় অভিনেত্রীকে। ডোরেমন থেকে অন্যন্য সফ্ট টয়েজের সঙ্গে ছবি শেয়ার করেন নুসরত। যদিও ভিডিয়ো শেয়ার করার আগে একাধিক ফটোশ্যুট করেন নুসরত জাহান। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী, হঠাৎ করে কেন ওইভাবে ফটোশ্যুট করলেন, তা নিয়ে উৎসাহী হয়ে ওঠেন অভিনেত্রীর অনুরাগী এবং ভক্তরা। তবে নুসরতের ওই আদর মাখানো ফটোশ্যুট দেখে, তাঁকে ভালবাসায়ও ভরিয়ে দেন অনেকে। পশ্চিমবঙ্গের অনুরাগীরা তো বটেই, নুসরতের ওই ফটোশ্যুট দেখে তাঁর বাংলাদেশের ভক্তরাও খুশি হয়ে যান।