সম্প্রতি সাদা ক্যানভাসে তুলির টানে গৌতম বুদ্ধর ছবি আঁকলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। বুদ্ধর ছবির পাশে উঠে এল হলুদরঙা পাতার ছবি। গাছের পাতার সঙ্গে গৌতম বুদ্ধের একটা বিশেষ যোগ রয়েছে। নুসরতের ইনস্টাগ্রাম রিল ভিডিয়োতে উঠে এল তাঁর আঁকা গৌতম বুদ্ধের ছবি। ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে লিখেছেন, ”দ্যা ওয়ার্ল্ড নিডস মোর কালারস”। নুসরতের তৈরি এই শিল্পকলায় মুগ্ধ নেটিজেনরা। তবে কিছু লোকজন অবশ্য স্বভাববশত এখানেও খুঁত ধরতে ছাড়েননি। একাধারে তিনি সাংসদ, আবার দক্ষ অভিনেত্রীও বটে। সব কাজ সমান তালেই সামলাচ্ছেন নুসরত। তবে চিত্রশিল্পী নুসরতের কথা হয়তবা অনেকেই জানেন না। এর আগে লকডাউনের সময়ও ছবি এঁকে বেশকিছুটা সময় কাটিয়েছেন নুসরত। তাঁর একটি ছবি টুইটারে পোস্টও করেছিলেন তিনি। সাদাকালো ছবিতে প্রকৃতির এক টুকরো রূপ ফুটিয়ে তুলতে দেখা গিয়েছিল তাঁকে।