কাজল কালো চোখের ছবি দিয়ে কটাক্ষের শিকার নুসরত জাহান

ফের নেট জনতার কটাক্ষের শিকার নুসরত জাহান। ক্লোজ থেকে তোলা নিজের বেশকিছু ছবি পোস্ট করেছেন নুসরত। যেখানে তিনি চোখের সৌন্দর্য বর্ণনা করেছেন। আর তাতেই বেজায় চটেছেন নেটিজেনরা। নুসরত তাঁর কাজল কালো চোখের বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, ”দুই চোখের মধ্যে যে কথা লুকিয়ে রয়েছে, তা কি পড়তে পারছেন?” হ্যাশট্যাগ লিখছেন #আইসস্পিকসমোরদ্যানওয়ার্ডস, #উইন্ডোজটুদ্যাসোল, #সিক্রেটকিপার্স। নুসরতের এই পোস্ট যে নেটিজেনদের একাংশের পছন্দ হয়নি, তা কমেন্ট পড়েই বেশ বোঝা যাচ্ছে।  একজন কমেন্টে সাংসদ, অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, ”আপনি শেষ কবে টাকি রোডে গিয়েছিলেন, রাস্তাটিতে গত ৪ বছর ধরে সারাইয়ের কাজ চলছে। অথচ এটা কলকাতার সঙ্গে শহরতলিতে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। আশাকরি আপনি নজর দেবেন।” শেষে ওই ব্যক্তি লিখেছেন, আপনার ছবিটি বেশ গর্জাস। এই কমেন্টের উত্তরে আরও এক নেটিজেন লিখেছেন, ”অরণ্যে রোদন বোঝো, যেটা তুমি করছো। টাকি রোডে গিয়েছেন কিনা জানি না, তবে টাকি টাকি গানে নেচেছেন নিশ্চয়।” এই কমেন্টের ঠিক পরেই আরও এক ব্যক্তি লিখেছেন, ”নাম বদলে পাকি রোড রাখলে যদি কাজ হয়”। তবে সকলেই যে শুধু সমালোচনা করেছেন তা নয়, অনেকই আবার সাংসদ অভিনেত্রী সৌন্দর্যে মুগ্ধ হয়েও বিভিন্ন মন্তব্য করেছেন।

https://www.instagram.com/p/CLbM8lBHF3-/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *