পদ্মভূষণ পুরস্কার পেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং গায়িকা উষা উত্থুপ ৷ ২২ এপ্রিল সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান পুরস্কার গ্রহণ করেন তারা৷ শিল্পকলার জন্য মিঠুন চক্রবর্তীকে এই পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে৷ পদ্মভূষণ পেয়ে আপ্লুত অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি জানান, আমি খুব খুশি৷ আমি আমার জীবনে কারোর কাছে নিজের জন্য কিছু চাইনি। আমি যখন ফোন পেলাম যে আপনাকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে, আমি এক মিনিটের জন্য নীরব ছিলাম কারণ আমি এটি আশাই করিনি। সাধারণতন্ত্র দিবসের আগের রাতে পদ্মপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্র যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ পেলেন রাষ্ট্রপতি ভবনে৷ যার মধ্যে পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় ছিলেন বাংলার ৪ জন৷ বাংলার স্বনামধন্য গায়িকা উষা উত্থুপকেও দেওয়া হয়েছে পদ্মভূষণ। এছাড়াও বাংলা থেকে এবছর পদ্ম সম্মান পাচ্ছেন আরও চার বাঙালি৷ তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। যদিও নেপাল ২০২৩ সালে প্রয়াত হয়েছেন। তিনি মরণোত্তর সম্মান পাবেন। এছাড়াও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী এবং বৈজয়ন্তীমালাকে। এছাড়া এই তালিকায় রয়েছেন বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যম। বিন্দেশ্বর পাঠক মরণোত্তর সম্মান পাবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন৷