টানা দু’মাস ধরে পাহাড়ে শুটিং করছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের শুটিং শেষ করে এবার ঘরে ফেরার পালা। শুটিং সেরে ফেরার পথে এবার নতুন ছবি শেয়ার করলেন পরমব্রত। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন অভিনেতা। পরমব্রত জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ের কোলে থেকে শ্যুটিং করেছেন তিনি। শ্যুটিং শেষ করে এবার তাঁর কলকাতায় ফেরার পালা। কলকাতায় ফিরে এবার ফের নতুন কিছু তাঁর জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন অভিনেতা।