রিভু দাশগুপ্তের পরবর্তী অ্যাকশন থ্রিলারে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। একজন সিক্রেট এজেন্টের ব্যক্তিগত জীবন ও তার প্রতিশোধের গল্প তুলে ধরা হবে ছবিতে। আর সেই এজেন্টের চরিত্রেই অভিনয় করবেন পরিণীতি। একটি গোপন অভিযানের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। তবে এই ছবি ভারত-পাকিস্তানের ব্যাকড্রপে তৈরি করা হবে না বলেই পরিচালকের ঘনিষ্ঠদের তরফে জানানো হয়েছে। পরিণীতি ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রজত কাপুর, কে কে মেনন, দিব্যেন্দু ভট্টাচার্য, হার্ডি সান্ধু সহ আরও অনেককে। সব ঠিক থাকলে 2021-এর মার্চে শুরু হবে শুটিং। ছবিটি প্রযোজনা করবে রিলায়েন্স এন্টারটেনমেন্ট।