কোভিড পরিস্থিতি ও উপর্যুপরি লকডাউনের জেরে নানা মানুষের ভোগান্তি ও হয়রানির ছবি তুলে ধরবেন মধুর ভান্ডারকার। তাঁর আগামী ছবি ‘ইন্ডিয়া লকডাউন’। এই ছবিতে নায়কের ভূমিকায় থাকছেন প্রতীক বাব্বর। প্রতীক ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন শ্বেতা বসু প্রসাদ, সাই তামহনকর ও আগামী কুমরা। ভান্ডারকর এন্টারটেনমেন্ট ও পিজে মোশন পিকচার্স-এর এই ছবি ফ্লোরে আসছে আগামী সপ্তাহে। এই ছবি সম্পর্কে মধুর বলেন, ‘লকডাউনের সময়ে অনেক কিছু দেখেছি। গভীরে গিয়ে ভেবেছি। এমন একটা সময় যে প্রত্যক্ষ করতে পারব জীবদ্দশায়, ভাবতে পারিনি। কোভিড ১৯ আমাদের জীবন আর মূল্যবোধ দুটোই বদলে দিল। বদলে দিল অর্থনীতি ও রাজনীতিও। পরিচালক হিসেবে আমার দায়িত্ব পরবর্তী এবং বর্তমান দুই প্রজন্মের কাছে এই সময়টাকে তুলে ধরা। আমি সেটাই চেষ্টা করেছি। প্রতীকের নাম প্রথমে মাথায় এসেছিল। শুটিং শুরু হবে মার্চ মাসে।’