সিনেমার পর্দায় বেশ কিছুদিন হল সেভাবে দেখা যাচ্ছে না টলিউড অভিনেত্রী পায়েল সরকারকে। সিনেমায় কম দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় কিন্তু আজকাল বেশ ভাইরাল হচ্ছেন তিনি ৷ নেপথ্যে পায়েলের ফটোশ্যুট। নায়িকার এই ফটোশ্যুট আপাতত চর্চার শিরোনামে। সপ্তাহ ঘুরতে না ঘুরতে নতুন নতুন অবতারে ধরা দিচ্ছেন নায়িকা ৷ পায়েলের ইনস্টাগ্রামের দিকে নজর পড়লেই মিলছে একের পর এক চমক। অভিনেত্রীর বিভিন্ন হট লুকে কুপোকাত নেটিজনেরা।