রহস্যজনক ভাবে মৃত্যু হল জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আঁচল প্যাটেলের। মাত্র ২২ বছরের এই গায়িকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাঁর ফ্ল্যাট থেকে। বারানসীর শিবপুর থানার এলাকায় থাকতেন তিনি। আঁচলের পরিবারের তরফে শিবপুর থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মৃতার ভাইয়ের দাবি, তাঁর বোনকে স্বামী এবং অপর একজন মহিলা মিলে খুন করেছেন। পরিবার সূত্রে খবর, তাঁরা মঙ্গলবার একটি ফোন পান। সেই খবর পেয়েই তাঁরা ছুটে যান। তাঁদের আবাসনে হামেশাই বাইরের লোকজন আসতেন বলে শোনা যাচ্ছে। স্বামী মৃতার উপর অত্যাচার করতেন বলেও অভিযোগ। পুলিশ গায়িকার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।