ঢাকার বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলার বাতিল চেয়ে পর্যবেক্ষণসহ নিষ্পত্তির আবেদন করেছিলেন পরীমণি। সেই মামলায় রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় দেয়। আদালত বলে, ‘পরীমণির বাসা থেকে আইস ও এলএসডি মাদক পাওয়া গেছে। সে বিষয়টি বিচারিক আদালতে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে নির্ধারিত হবে’। তবে বিদেশি মদ উদ্ধার প্রসঙ্গে আদালত বলে, ‘তার বাসায় বিদেশি মদ পাওয়ার বিষয়ে আদালত বলেন, মদ সেবনের লাইসেন্স থাকা এবং মদে অ্যালকোহলের মাত্রা কম থাকায় সেক্ষেত্রে মদ জব্দের বিষয়টি বাদ দিয়ে বিচার করতে হবে’। ২০২১ সালের ৪ আগস্ট ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ। এরপরেই নায়িকার বিরুদ্ধে দায়ের হয় মামলা। সেই মামলার নিষ্পত্তি চেয়েছিলেন পরী। কিন্তু সেই মামলা থেকে রেহাই পেলেন না অভিনেত্রী। মামলা বাতিল চেয়ে পরীমণি যে আবেদন করেছিলেন, তার নিষ্পত্তি করে আজ এই রায় দিল উচ্চ আদালত।