ফের শোকের ছায়া শিল্পীমহলে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রখ্যাত বাচিকশিল্পী, আবৃতিকার প্রদীপ ঘোষ। শুক্রবার ভোরের দিকে ৬ টা ৪০ নাগাদ ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৮ বছর। সপ্তাহখানেক আগেই তাঁর শরীরে করোনা উপসর্গ দেখা গিয়েছিল। সেইমতো চলছিল চিকিত্সা। কিন্তু এদিন হঠাত্ করেই তাঁর মৃত্যু হয়। প্রদীপ ঘোষের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ শিল্পীমহল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।