মঙ্গলবার ৫ জানুয়ারি ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে বেশকিছু ছবি পোস্ট করেছেন প্রসেনজিৎ। মিশুক ওরফে তৃষাণজিতের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ”একটার পর একটা দিন কাটছে, আর তুমি বড় হয়ে উঠছ। তোমাকে সুন্দর একটা মানুষ হয়ে উঠতে দেখে আমি গর্বিত ও আনন্দিত বোধ করছি। ভীষণ আনন্দে থেকো। যা তোমায় আনন্দ দেয় সেই কাজ থেকে কখনও বিরত থেকো না। শুভ জন্মদিন আমার পুত্র।”