দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা করতে হাজির কানাডার প্রধানমন্ত্রী!

আমেরিকা, কানাডায় দিলজিৎ দোসাঞ্জ-এর কনসার্ট দেখতে হাজির হওয়া দর্শকের ঢল নামে চোখে পড়ার মতো। এবার এই শিল্পীর অনুরাগীদের তালিকায় নাম লেখালেন স্বয়ং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! রবিবার রজার্স সেন্টারে অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান চলাকালীন সবাইকে চমকে দিয়ে মঞ্চে হাজির হন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁকে দেখে খানিক অবাক হয়ে যান দিলজিতও। এরপর তাঁদের মধ্যে হাসিমুখে কথা বিনিময়ও হয়। পাঞ্জাবি তারকার সঙ্গে কথা শেষ করে তাঁর দলের বাকি শিল্পীদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছাবার্তা দিলেন কানাডার প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এরপর মঞ্চ ছাড়ার আগে দিলজিৎ ও তাঁর সহশিল্পীদের সঙ্গে হাততালি দিতে দিতে চিৎকার করে গেয়ে ওঠেন দিলজিতের বিখ্যাত গানের সংলাপ, “পাঞ্জাবি আ গয়া ওয়ে!” যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘আসরে পাঞ্জাবিরা হাজির হয়ে গিয়েছে!” এই ঘটনার ভিডিওটি ক্যামারাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন দিলজিৎ। ভিডিওটি প্রকাশ পাওয়ামাত্র সমাজমাধ্যমে হয়েছে ভাইরাল। অন্যদিকে জাস্টিন ট্রুডো এই ঘটনার উল্লেখ করেছেন সমাজমাধ্যমে। কানাডার প্রধানমন্ত্রী লিখেছেন, “কানাডা একটি মহান দেশ – যেখানে পাঞ্জাবের এক ব্যক্তি ইতিহাস তৈরি করতে পারে এবং স্টেডিয়াম প্রতিটি দর্শাকসন ভরিয়ে তুলতে পারে। বৈচিত্র্যই কেবল আমাদের দেশের শক্তি নয়। এটি একটি সুপার পাওয়ার”। স্বভাবতই গোটা ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। কানাডার প্রধানমন্ত্রী নিজে থেকে দেখা করতে এসেছেন দিলজিতের সাথে, জানতে পেরে উচ্ছ্বসিত শিল্পীর অনুরাগীরাও।