পর্দায় ফিরতে চলেছে প্রিয়দর্শন-অক্ষয় জুটি

হাঙ্গামা ২-এর হাত ধরে কামব্যাক করতে চলেছেন দক্ষিণ ভারতীয় ছবির অন্যতম সেরা পরিচালক প্রিয়দর্শন। বছর আটেক আগে শেষবার ‘রংরেজ’ ছবিটি বানিয়েছিলেন তিনি। লাভ স্টোরি থেকে কমেডি, পিরিয়ড ড্রামা থেকে থ্রিলার- ৯০টির বেশি সিনেমা বানিয়েছেন তিনি। আপাতত মুক্তির অপেক্ষায় ২০০৩ সালের অন্যতম সেরা কমেডির সিকোয়েল ‘হাঙ্গামা ২’ ও মারাক্কর : লায়ন অফ দ্য অ্যারাবিয়ান সি। এর মাঝেই মিলল আরও একটি নতুন খবর। শোনা যাচ্ছে, একটি থ্রিলার কমেডি সিনেমার জন্য অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। একসময় প্রিয়দর্শন ও অক্ষয়ের জুটি বলিউডকে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। হেরা ফেরি, ভাগম ভাগ, গরম মশালা, ভুল ভুলাইয়া কিংবা দে দনা দন-এর মতো সিনেমায় দুরন্ত চিত্রনাট্য ও অক্ষয়ের কমিক সেন্স দর্শকদের মন জিতে নিয়েছিল। তাই নতুন প্রোজেক্টটি নিয়েও দর্শকদের মনে এখন থেকেই কৌতূহল। প্রিয়দর্শন জানিয়েছেন, অক্ষয়কে নিয়ে একটি কমেডি থ্রিলার তৈরি করবেন। এই বছর ডিসেম্বরে কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে আপাতত করোনা পরিস্থিতির জন্য তা বন্ধ থাকবে। সম্ভবত পরের বছর সেপ্টেম্বরে সিনেমাটির শ্যুটিং শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *