সারা দেশে করোনার ভয়াবহ পরিস্থিতি। ভারতে সংক্রমণ এমন জায়গায় পৌঁছেছে যে হাসপাতাল ও অক্সিজেনে ব্যাপক ঘাটতি দেখা গিয়েছে গোটা দেশ জুড়ে। আর এই অবস্থা দেখেই উদ্বিগ্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের এমন অবস্থা দেখে লন্ডন থেকে শিউরে উঠেছেন প্রিয়াঙ্কা। এই অবস্থায় ভারতের ত্রাণ তহবিলে সবাইকে সাহায্য করার জন্য আবেদন করলেন অভিনেত্রী। তিনি জানান, নিক ও তিনি ইতিমধ্যেই ভারতের এই অবস্থার জন্য অর্থ দান করেছেন এবং ভবিষ্যতেও করবেন। প্রিয়ঙ্কার কথায়, “ভারত আমার বাড়ি, রক্তাক্ত অবস্থা দেশের।” এই সপ্তাহের প্রথম দিকেও টুইট করেছিলেন প্রিয়াঙ্কা। একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রাম ভিডিওতে বলছেন, “আমাদের কেন বিষয়টি নিয়ে ভাবার দরকার আছে? কেন এটা এত জরুরি? আমি লন্ডনে বসে আছি আর নিজের বন্ধু ও পরিবারের থেকে শুনছি হাসপাতালের কী অবস্থা, কোনও আইসিইউ রুম নেই, অ্যাম্বুল্যান্সগুলি ব্যস্ত, অক্সিজেনের অভাব, শ্মশানে গণদাহ হচ্ছে কারণ এত লোকের মৃত্যু হচ্ছে। গ্লোবাল কমিউনিটি হিসেবে বিষয়টি নিয়ে আমাদের ভাবা দরকার। আমি বলছি কেন ভাবা দরকার। কারণ যতক্ষণ না প্রত্যেকে সুরক্ষিত হচ্ছে, ততক্ষণ আসলে কেউই ঝুঁকিমুক্ত হচ্ছে না। তাই নিজের শক্তি ও সঞ্চয় কাজে লাগিয়ে চেষ্টা করুন এই মহামারী বন্ধ করার। দয়া করে দান করুন। ভারতের আপনাদেরকে দরকার।” এখানেই শেষ নয়, প্রিয়ঙ্কা জানান, তিনি নিজে একটি ত্রাণ তহবিল তৈরি করেছেন GiveIndia-র সঙ্গে। তিনি ক্যাপশনে লিখেছেন, “যতটা পারবেন ততটাই দান করুন। সেটাই কাজে লাগবে। আমাকে ৬৩ মিলিয়ন মানুষ ফলো করেন।। এদের মধ্যে ১ লক্ষ মানুষও যদি আমায় ১০ ডলার করে দান করেন তাহলে মোট অঙ্কটা গিয়ে ১০ লক্ষ ডলারে গিয়ে দাঁড়াবে। সেটা বড় অঙ্ক। আপনাদের অর্থ সরাসরি আইসোলেশন সেন্টার, অক্সিজেন প্লান্টস, হাসপতালে পৌঁছবে।”
https://www.instagram.com/tv/COOPAdrHyc3/?utm_source=ig_web_copy_link