ঘোষণা হল বলিউড অভিনেতা আদিত্য রয় কপূরের অভিনীত ছবি ‘ওম-দ্য ব্যাটল উইদিন’ ছবির প্রথম পোস্টার। অভিনেতা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে ছবির প্রথম লুকের পোস্টার শেয়ার করে ছবির মুক্তির দিন জানালেন। তাছাড়া, ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবির মুক্তির দিন ঘোষণা করেন। আগামী ১লা জুলাই পরিচালক কাপিল বর্মার পরিচালনায় মুক্তির পেতে চলেছে ‘ওম-দ্য ব্যাটল উইদিন’ ছবি। ছবিতে আদিত্য রয় কপূর ছাড়াও মুখ্য চরিত্রে থাকবে সঞ্জনা সাংঘি।